.........প্রত্যেকের জীবনে বোধহয় এমন একটা সময় থাকে ... যখন...... নিজেকে স্বপ্ন আর সত্যির মাঝামাঝি দেখা যায়...... " খুঁজে পাওয়া " যায় ... অসংখ্য আনন্দ -দুঃখ -বিষাদ -হতাশা - উল্লাস এর মাঝে...... অনেক ভাঙা -গড়ার মাঝে ......এই সময়টাতে ...... খুব দূরে একবিন্দু আলো ...... দেখা যায় ...... আর বুকের ভিতরে...... স্পষ্ট বোঝা যায় - রয়েছে " ইচ্ছে " ......... আর মস্তিষ্কে... লেখা হতে থাকে একটা অন্য গল্প ...... একটা অদৃশ্য আয়নায় ধরা পড়তে থাকে নিজের - " পরিবর্তন " ............
আঁকিবুকিঃ ২
দু'চোখ খুলে স্বপ্ন দেখি - আজও .........
ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় দেখি মুখ -
ভালবাসতে ভালবাসি......
তাই চাইনি কখনও -সুখ।
লিখেছি স্বপ্ন , রেখেছি গোপনে
করেছি যত্ন - আদরে ......
আজও জেগে তার সবুজ পাতারা -
অকাল ধুলোর চাদরে......
লোক দেখলেই বোবা হয়ে যাই
গান গাই , মনেমনে ;
স্বপ্নটা জুড়ে সারি সারি ছায়া
আমার কবিতা শোনে ...
রোজ সাথে নিয়ে বসি , রঙ -তুলি
শেষ ন্য় ছবি আঁকা ......
মনের কথা সব বলে দেয় -
স্বপ্ন থাকে না ঢাকা......
স্বপ্নে দেখেছি... সাজানো মঞ্চ -
ঠিক মাঝখানে ...... আমি ...
নিজে নিজে একা , জানি ...... অভিনয় -
কারণ , শেখাটা - দামী ......
সত্যি - স্বপ্ন -
দেখছি - আজও -
তাদের - বাসছি -
ভালো -রাখব -
ভরসা - কোরো-
বিশ্বাস - করি -
স্বপ্ন - আমায় -
বাসবে - ভালো -
......... মনের ওপারে পড়ছে - বৃষ্টি ......
এপারে চোখের জল .........
সাদা পাতা জুড়ে শুধু আঁকিবুকি.........
মন তুই কথা বল .........