Saturday, 30 January 2016

আঁকিবুকিঃ২

.........প্রত্যেকের জীবনে  বোধহয়  এমন একটা সময় থাকে ... যখন...... নিজেকে স্বপ্ন আর সত্যির মাঝামাঝি দেখা যায়...... " খুঁজে  পাওয়া " যায় ... অসংখ্য আনন্দ -দুঃখ -বিষাদ -হতাশা - উল্লাস এর মাঝে...... অনেক ভাঙা -গড়ার মাঝে ......এই সময়টাতে ...... খুব দূরে একবিন্দু আলো ...... দেখা যায় ...... আর বুকের ভিতরে...... স্পষ্ট বোঝা যায় -  রয়েছে " ইচ্ছে " .........  আর মস্তিষ্কে...  লেখা হতে থাকে একটা অন্য গল্প ...... একটা  অদৃশ্য  আয়নায় ধরা পড়তে থাকে নিজের - " পরিবর্তন " ............


 আঁকিবুকিঃ ২


দু'চোখ খুলে  স্বপ্ন দেখি -  আজও .........
ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় দেখি মুখ -
                          ভালবাসতে ভালবাসি...... 
                           তাই চাইনি কখনও -সুখ।


লিখেছি স্বপ্ন , রেখেছি গোপনে
 করেছি যত্ন - আদরে ......
                           আজও জেগে তার সবুজ পাতারা -
                            অকাল ধুলোর চাদরে......


লোক দেখলেই বোবা হয়ে যাই
 গান গাই , মনেমনে ;
                              স্বপ্নটা জুড়ে সারি সারি ছায়া 
                              আমার কবিতা শোনে ...


রোজ সাথে নিয়ে বসি , রঙ -তুলি 
 শেষ ন্য় ছবি আঁকা ......
                               মনের  কথা সব বলে দেয় -
                               স্বপ্ন থাকে না ঢাকা......
            

স্বপ্নে দেখেছি...  সাজানো মঞ্চ -
ঠিক মাঝখানে ...... আমি ...


                                নিজে নিজে একা , জানি ...... অভিনয় -
                                 কারণ , শেখাটা  - দামী ......




সত্যি - স্বপ্ন -
দেখছি - আজও -
তাদের - বাসছি -
ভালো -রাখব -
ভরসা  - কোরো- 
বিশ্বাস - করি -
স্বপ্ন - আমায় -
বাসবে - ভালো -


                          ......... মনের  ওপারে পড়ছে - বৃষ্টি ......
                                    এপারে চোখের জল .........
                                                 সাদা পাতা  জুড়ে  শুধু আঁকিবুকি.........
                                                                  মন তুই কথা  বল  .........


Sunday, 17 January 2016


আঁকিবুকি: ১ 

........বুকের ভেতরে তাকাই , বা, বাইরে তাকাই এই  অনুসন্ধানটা সবসময় খুব প্রাসঙ্গিক মনে হয় ...

মানুষ খুঁজছি  পথে পথে……..
        রাজপথের ভিড় সরিয়ে - অনেক দূরের দেশে,
 তোমার সাথে আমার হৃদয় যখন এসে মেশে;
                  মানুষ খুঁজছি তখন থেকে....

জানি এখন চলতে হবে একা,
                          চারপাশে তোর মানুষ কি যায় দেখা?
               - যাওয়ার আগে ঠিকানা যাস রেখে....

চল, তবে আজ সূর্য ছেড়ে চাঁদের কাছে যাই -
          দেখি, যদি সেখান থেকে -মানুষ খুঁজে পাই ;
         তারই থেকে জানব আমার নাম...

নদীর জলে ,প্রজাপতির ছবি আঁকিস -
          সব ফুলের থেকে গন্ধ নিয়ে লুকিয়ে রাখিস -
       কে বলল দিতেই হবে দাম?

 চোখের থেকে উপড়ে ফেলে ওকে ;
         বুকের মধ্যে আগলে রাখি তোকে….
   চাইলেই কি পারবো দিতে ভালোবাসা?

 মুঠোর মধ্যে লুকিয়ে রেখে আলো,
            আজকে নিজের ছায়ার সঙ্গে চলো-
    সূর্যাস্তের সাথেই শুরু মানুষ খুঁজতে আসা.....

 বালির অনেক গভীর থেকে- খুঁজছি আমি জল,
                 হাতটা ধরে শক্ত করে, আমার সঙ্গে চল …..

 মৃত বুকের মধ্যে আছে সোনা -
           তোমার মনে আমার আনাগোনা ;
         দেখা হবে সূর্যগ্রহণ শেষে…..

 প্রাচীন কোনো কবর খুঁড়ে, ধুলো মাখা শরীর থেকে -
                     - খুঁজতে হবে প্রাণ …..
  তারই শুকনো  হৃৎপিণ্ডে লুকোনো সমাধান ,
               শিখিয়ে দেবে আমায়  মানুষ চেনা

বর্ষার মধ্যে বসে -কাঁদছি, আমি
             খুঁজছি সময়, আমার, সবচেয়ে দামী.. …….
         - মরণ থেকে জীবন দিয়ে কেনা………….

রক্তবাহের ভেতর থেকে ,ডাকছে আমায় কেউ-
                  তোমার চিহ্ন মুছে দিল -নীল সাগরের ঢেউ …..
   কাঁদিয়ে দিয়ে পথ গিয়েছে বেঁকে

আমার চোখে- সন্ধ্যে এসে নামে ;
      কানাগলির শেষে যখন জীবন এসে থামে -
          মানুষ খুঁজছি সেখান থেকে………..

 নিজেকে আজ খুঁজতে এসে ,আমিও তোমার দলে-
 প্রশ্ন আছে তোমার মনে? মানুষ কাদের বলে?