আঁকিবুকি: ১
........বুকের ভেতরে তাকাই , বা, বাইরে তাকাই এই অনুসন্ধানটা সবসময় খুব প্রাসঙ্গিক মনে হয় ...
........বুকের ভেতরে তাকাই , বা, বাইরে তাকাই এই অনুসন্ধানটা সবসময় খুব প্রাসঙ্গিক মনে হয় ...
মানুষ খুঁজছি পথে পথে……..
রাজপথের ভিড় সরিয়ে - অনেক দূরের দেশে,
তোমার সাথে আমার হৃদয় যখন এসে মেশে;
মানুষ খুঁজছি তখন থেকে....
জানি এখন চলতে হবে –একা,
চারপাশে তোর মানুষ কি যায় দেখা?
- যাওয়ার আগে ঠিকানা যাস রেখে....
চল, তবে আজ সূর্য ছেড়ে চাঁদের কাছে যাই -
দেখি, যদি সেখান থেকে -মানুষ খুঁজে পাই ;
তারই থেকে জানব আমার নাম...
নদীর জলে ,প্রজাপতির ছবি আঁকিস -
সব ফুলের থেকে গন্ধ নিয়ে লুকিয়ে রাখিস -
কে বলল দিতেই হবে দাম?
চোখের থেকে উপড়ে ফেলে ওকে ;
বুকের মধ্যে আগলে রাখি তোকে….
চাইলেই কি পারবো দিতে ভালোবাসা?
মুঠোর মধ্যে লুকিয়ে রেখে আলো,
আজকে নিজের ছায়ার সঙ্গে চলো-
সূর্যাস্তের সাথেই শুরু মানুষ খুঁজতে আসা.....
বালির অনেক গভীর থেকে- খুঁজছি আমি জল,
হাতটা ধরে শক্ত করে, আমার সঙ্গে চল …..
মৃত বুকের মধ্যে আছে সোনা -
তোমার মনে আমার আনাগোনা ;
দেখা হবে সূর্যগ্রহণ শেষে…..
প্রাচীন কোনো কবর খুঁড়ে, ধুলো মাখা শরীর থেকে -
- খুঁজতে হবে প্রাণ …..
তারই শুকনো হৃৎপিণ্ডে লুকোনো সমাধান ,
শিখিয়ে দেবে আমায় মানুষ চেনা –
বর্ষার মধ্যে বসে -কাঁদছি,
আমি…
খুঁজছি সময়, আমার, সবচেয়ে দামী.. …….
- মরণ থেকে জীবন দিয়ে কেনা………….
রক্তবাহের ভেতর থেকে ,ডাকছে আমায় কেউ-
তোমার চিহ্ন মুছে দিল -নীল সাগরের ঢেউ …..
কাঁদিয়ে দিয়ে পথ গিয়েছে বেঁকে –
আমার চোখে- সন্ধ্যে এসে নামে ;
কানাগলির শেষে যখন জীবন এসে থামে -
মানুষ খুঁজছি সেখান থেকে………..
নিজেকে আজ খুঁজতে এসে ,আমিও তোমার দলে-
প্রশ্ন আছে তোমার মনে? মানুষ কাদের বলে?
No comments:
Post a Comment