কারও কাছে , প্রেম মানে- উপহার......কারও কাছে উপহারের অপেক্ষাটা .........কারও কাছে ... পাশে থাকাটা প্রেম ......কারও কাছে ... দূরে থাকাটা ......থাক না - সবাই সবার মত ...... আমরা নিজেদের মত ভাবি ...সবাই জানে ...... চলে যাওয়াটাই- ফিরে আসার ... চাবি...
অ -প্রেম !
... তাই,
আমার বসন্তে , কোনো কোকিল- নেই
আছে শুধু কাক -
চাই, কোনো আত্মীয় ছাড়াই-
জীবনটা শেষ হয়ে যাক।
ছেড়ে যাবে আমাকে , যত কিছু নতুন -
পুরনোও নেবে না, আমায় ;
নিতে গিয়ে কাড়াকাড়ি করে -
সবটাই , পড়ে গেল জামায় -
ভেঙে যাওয়া স্বপ্নরা , ফিরে তাই আসেনা - আবার -
বেখেয়াল ছেলেটার মত ;
আমিও তো কাটা গেছি রেলে ............
... তাই ,
একলাই কেটে গেছে ,
জীবনের বেশ কিছু বছর -
একসাথে কাটানোর মত ,
সময়টা আর হাতে নেই -
তবু , যেন মনে হয় -
এই বেশ ভাল আছি - রোগহীন ;
জোর করে , সেজেগুজে -
মুখখানা দেখে নিই - আয়নায় -
চোখে ঠিক পড়ে যায় -
মন-ভাঙা শূন্যতা -
জোর করে চাই, যেতে ভুলে -
কেন নেই ? তেলচিটে চুলে -
ওর দেওয়া , আদুরে গোলাপ ......
তবু, প্রেম - আসে যায় ;
চেনা সব - আজ আর কালে ,
কাছে টেনে নিতে চাওয়া -
মনটাই - আজ আর নেই ......
তাই,
আমার বসন্তে - কোনো কোকিল নেই ...
No comments:
Post a Comment