আকাশ জুড়ে মেঘ ...... চারদিকটা কি আশ্চর্য রকম - অন্ধকার ... সেই অন্ধকারের গায়ে একবার হাত বুলিয়ে নিলে ...... দেখবে হাতের পাতা রঙিন হয়ে গেছে আলোয় ......হয়ত ....... মেঘ ডাকছে...... বেশ বুঝতে পারছি ... এবার বৃষ্টি হবে ......... যে বৃষ্টির জন্য আমি ... কতদিন অপেক্ষা করে ছিলাম ...... অপেক্ষা করে ছিলাম ? আমি বৃষ্টি ভালবাসি...................
খোলা জানলা -
হবে না বন্ধ ;
সোঁদা গন্ধ
মিশবে গভীরে
আমার শরীরে
হারাবে অল্প
শোনাবে গল্প
খুব গোপনের
মন- কেমনের
কান্নাকাটি
রান্নাবাটি
আর খেলিনা.....
তুই এলি না .........
-একলা দুপুর
আমার নূপুর
হারিয়ে গেছে
মেঘের কাছে
আর যাব না
তাই পাব না ?
অনেক আদর ......
সরিয়ে চাদর
আবার এলি ...
কাঁদিয়ে গেলি .........
বৃষ্টি হয়ে .........
খোলা জানলা -
হবে না বন্ধ ;
সোঁদা গন্ধ
মিশবে গভীরে
আমার শরীরে
হারাবে অল্প
শোনাবে গল্প
খুব গোপনের
মন- কেমনের
কান্নাকাটি
রান্নাবাটি
আর খেলিনা.....
তুই এলি না .........
-একলা দুপুর
আমার নূপুর
হারিয়ে গেছে
মেঘের কাছে
আর যাব না
তাই পাব না ?
অনেক আদর ......
সরিয়ে চাদর
আবার এলি ...
কাঁদিয়ে গেলি .........
বৃষ্টি হয়ে .........